বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

সাদুল্যাপুরে আওয়ামীলীগের দুই নেতাকে দল থেকে বহিস্কার

জিল্লুর রহমান মন্ডল পলাশ, গাইবান্ধা

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা আওয়ামীলীগের দুই নেতাকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃত দুই নেতা হলেন উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এ্যাডভোকেট এম.এ ওয়াহেদ ও খোর্দ্দকোমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভপতি সৈয়দ মঞ্জুরুল ইসলাম রেজওয়ান। রোববার দিনভর উপজেলা আওয়ামীলীগের তৃণমুল নেতাকর্মীর আলোচনাসভা শেষে দুই নেতার বহিস্কার ঘোষনা করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফরহাদ আবদুল্লা হারুন বাবলু। বহিস্কৃত দুই নেতার মধ্যে এ্যাডভোকেট আবদুল ওয়াহেদ চেয়ারম্যান পদে আর রেজওয়ান হোসেন ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।

Spread the love