
জিল্লুর রহমান মন্ডল পলাশ, গাইবান্ধা
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গৌরবের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী গাইবান্ধার সাদুল্যাপুরে পৃথকভাবে পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। পরে বাজারস্থ দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রদলের আহবায়ক রেজোয়ান হোসেন সুজনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাজু, বিএনপি নেতা ইয়াকুবুল আজাদ, আসম সাজ্জাদ হোসেন পল্টন, জিয়াউর রহমান সুইট, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক বাশারম্নল ইসলাম বাশার, আবদুর রহিম, ছাত্রনেতা মুছা মিয়া, ওয়াজেদ মিয়া, আমিনুল ইসলাম প্রমুখ। অপরদিকে জেলা ছাত্রদলের নেতাকর্মীর উদ্যোগে অস্থায়ী কার্যালয়ে কেক কাটা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সদস্য আনোয়ার হোসেন রাখু। বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি ছামছুল হাসান ছামছুল, সাধারণ সম্পাদক আবদুস ছালাম, জেলা ছাত্রদলের সদস্য মাসুদ আকন্দ, শাহীন আল পারভেজ, ছাত্রনেতা হিরু, জিল্লুর প্রমুখ।