জিল্লুর রহমান মন্ডল পলাশ, গাইবান্ধা
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল নেতাকর্মীদের ভোটে আওয়ামীলীগের একক প্রার্থী নির্বাচন করা হয়েছে। রোববার বিকালে ভোট গ্রহন শেষে রাত্রে প্রার্থী নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়। এতে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহারিয়া খাঁন বিপ্লব আর ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ নেতা শহীদুল্যাহেল কবীর ফারুক দলীয় প্রার্থী নির্বাচিত হন। ভোট গ্রহণ শেষে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফরহাদ আবদুল্লা হারুন বাবলু এই ঘোষনা দেন।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোজাহারুল ইসলাম জানান, তৃণমুলের ২৬৫ ভোটারের মধ্যে ২৩১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে শাহারিয়া খাঁন বিপ্লব পেয়েছে ১৪৪ ভোট। আর প্রতিদ্বন্দি মতিয়ার রহমান পেয়েছে ৮৬ ভোট। ভাইস চেয়ারম্যান পদে শহীদুল্যাহেল কবীর ফারুক পেয়েছে ১৬০ ভোট। তার প্রতিদ্বন্দি শাহ মোহাম্মদ আলী পেয়েছে ৬৮ ভোট। এখানে আওয়ামীলীগের মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় কোন প্রার্থী নেই।