জিল্লুর রহমান মন্ডল পলাশ, গাইবান্ধা
তৃতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ২২ জন প্রার্থী আনন্দ উৎসবের মধ্যে দিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৭ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে শনিবার জেলা রির্টানিং অফিসার ও সহকারী রির্টানিং অফিসার সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. আহসান হাবিবের কাছে প্রার্থীরা কর্মী সমর্থক নিয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। তৃতীয় দফায় ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত হবে সাদুল্যাপুর উপজেলা পরিষদ নির্বাচন।
চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- শাহরিয়ার খাঁন বিপ্লব (আ’লীগ), মতিয়ার রহমান (আ’লীগ), অ্যাডভোকেট এমএ ওয়াহেদ মিয়া (আ’লীগ), রফিকুল ইসলাম (জাপা), সাইদুর রহমান মুন্সি (বিএনপি), রফিকুল ইসলাম রফিক (বিএনপি) ও অ্যাডভোকেট আব্দুল হালিম (বিএনপি)।
পুরম্নষ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- ছামছুল হাসান ছামছুল (বিএনপি), রেজাউর নবী (বিএনপি), আসলাম হোসেন নান্নু (আ’লীগ), শহিদুল্লাহেল কবীর ফারুক (আ’লীগ) শাহ মোহাম্মদ আলী (আ’লীগ), আবুল বাশার হান্নান মো. পিন্টু (আ’লীগ), এটিএম দিদারুল ইসলাম মাসুদ (জাসদ), আল মামুন আজমী (জাপা), জহির উদ্দিন (জাপা), ডা. আপেল মিয়া (স্বতন্ত্র), মঞ্জুরুল ইসলাম (স্বতন্ত্র)।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- আকতার বানু লাকী (স্বতন্ত্র ), শাহানা বেগম লাকী (বিএনপি) ও মাহামুদা বেগম (জাপা)।