বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

সানির পরবেন লুঙ্গি সঙ্গে স্পোর্টস সু!

08.Sunএতদিন পর্যন্ত বোল্ড সিন আর বিকিনি পরেই পর্দায় দেখা গিয়েছিল সানি লিওনকে।বলিউডের বোল্ড নাযড়কা এবার বিকিনি ছেড়ে লুঙ্গি পরতে চলেছেন। বেবিডল সানি এক তেলেগু ছবিতে কমেডি চরিত্রে অভিনয় করবেন। আর এই ছবিতেই লুঙ্গি ডান্স করতে দেখা যাবে তাকে। সানির আপকামিং তেলেগু ছবির নাম ‘থিগা’| গানটির শ্যুটিং করা হচ্ছে হায়দ্রাবাদে। এই গানে লুঙ্গির সঙ্গে সানিকে স্পোর্টস সু পরতে দেখা যাবে। যদিও ছবিতে সানি একজন শিক্ষিকার চরিত্রে অভিনয় করছেন এবং গোটা ফিল্মে তাকে শাড়ি পরেই দেখা যাবে| সানির অভিনয় তেমন মজবুত না হলেও তার জনপ্রিয়তা এতই বেশি যে পরিচালকরা তাকে নিজের ছবিতে নিতে বাধ্য হচ্ছেন| পরিচালকরা জানেন দর্শকরা কেবল সানিকে দেখার জন্যই সিনেমা হলে যাবেন| এতকিছুর মধ্যে সানিও তার অভিনয় দক্ষতা বাড়াচ্ছেন যাতে তার আগামী দিনের কেরিয়ার অনেক বেশি মসৃণ হয়|

Spread the love