সোমবার ২৯ মে ২০২৩ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সাপের কামড়ে কিশোরের মৃত্যু

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে সাপের কামড়ে রাজু আহমেদ (১৫) এক কিশোরের মৃত্যু হয়েছে।

রাজু উপজেলার গিলাবাড়ী গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার গিলাবাড়ী গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র রাজু আহমেদ (১৫) প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে সাপের কামড়ে গুরুতর আহত হয়। আহত রাজুকে পরিবারের সদস্যরা উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টায় সে মারা যায়।