বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

সাবেক প্রধান বিচারপতি মৃত্যুতে ব্লাষ্ট দিনাজপুর ইউনিটের উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি : গতকাল সোমবার ব্লাষ্ট দিনাজপুর ইউনিট আয়োজিত সদ্য প্রয়াত সাবেক প্রধান বিচারপতি  এবং সাবেক তত্ববধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমানের স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়। সভার প্রথমে তার বিদেহী আত্মার প্রতি সম্মান জানিয়ে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এরপর তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে গিয়ে ব্লাষ্ট দিনাজপুর ইউনিটের সমন্বয়কারী এ্যাড. সিরাজুম মুনিরা বলেন, বাংলাদেশের বিচার বিভাগের তিনি অন্যতম নক্ষত্র ছিলেন। একজন আদর্শবান শিক্ষক, সুখ্যাত লেখক হিসেবে মরহুম মুহাম্মদ হাবিবুর রহমানের রয়েছে এক বর্ণাঢ্যময় কর্মময় জীবন। একজন মননশীল লেখক হিসেবে তার দখল ছিল বিভিন্ন বিষয়ে। তার প্রয়ানে দেশের যে অপুরণীয় ক্ষতি হল তা কখনও পুরণ হবার নয়। ব্লাষ্ট দিনাজপুর ইউনিটের কর্মকর্তা কর্মচারীরা তারা আত্মার মাগফেরাত কামনা করছে এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

Spread the love