
আব্দুর রাজ্জাকঃ
দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, সাবেক মন্ত্রী ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখার উপদেষ্টা মরহুম আব্দুর রৌফ চৌধুরীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ অক্টোবর মঙ্গলবার বাদ যোহর দিনাজপুরে স্টেশন রোডস্থ মেলার কার্যালয়ে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান জুয়েলসহ মেলার সকল সদস্য ও মাদ্রাসার এতিম শিশুরা উক্ত দোয়া মাহফিলে অংশ নেন। মাহফিলে অংশগ্রহণকারী সকলেই মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।