দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বলেছেন এইচআইভি/এইডস একটি মারাত্মক ব্যাধী। এ রোগের চিকিৎসা নেই তবে সচেতনতাই এ রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। সারা বিশ্বে প্রতিদিন এইচআইভি রোগে আক্রান্ত হচ্ছে ১৪ হাজার মানুষ। ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশে এইচআইভি ভাইরাস এ আক্রান্ত হচ্ছে ২৮৭১ জন, ২০১২ সাল পর্যন্ত এইডস এ আক্রান্ত হয়েছে ১২০৪ জন এবং মৃত্যু বরণ করেছে ৩৯০ জন। এইচআইভি/এইডস থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় হলো জনসচেতনতা বৃদ্ধি। সামাজিক ও ধর্মীয় অনুশাসন মেনে চলতে পারলে ২০১৫ সালে এইডস মুক্ত বাংলাদেশ ঘোষনা দেয়া সম্ভব হবে।
‘‘এইচআইভি সংক্রমন ও এইডস মৃত্যু নয় একটিও আর বৈষম্যহীন পৃথিবী গড়ব সবাই’’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগ ও বেসরকারী সংস্থা সমূহ আয়োজিত বর্নঢ্য র্যালীর উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা গুলো বলেন। এসময় বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার সারওয়ার মুর্শেদ শামীম ও সিভিল সার্জেন ডাঃ মোঃ মউদুদ হোসেন র্যালীর নেতৃত্ব দেন। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিশু একাডেমী মিলনায়তনে গিয়ে সমাপ্ত হয়। শিশু একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় সিভিল সার্জেন দিনাজপুর ডাঃ মোঃ মউদুদ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হামিদুল হক, পরিবার পরিকল্পনা দপ্তরের উপ-পরিচালক ডাঃ মোঃ দিদারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ আমির আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এফপিএবি’র জেলা কর্মকর্তা তাজিমুদ্দিন মন্ডল, আরডিআর এস বাংলাদেশ দিনাজপুর এর কর্মসূচী ব্যবস্থাপক (স্বাস্থ্য) গোলাম আজম নূর, লাইট হাউজ এর জাহেরুল ইসলাম ও সফিউল আজম, মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলী, ব্রাক জেলা প্রতিনিধি মোঃ মহসিন আলী,অঞ্চলিক ব্যবস্থাপক চিত্ত রঞ্জন হাওলাদার, কোয়ালিটি ম্যানেজার মোঃ আব্দুর রহিম। স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ নুরুর হুদা। স্বাস্থ্য শিক্ষা বিষয় আলোচনা করেন সিভিল সার্জন কার্যলয়ের সিনিয়ার স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। অংশগ্রহণ সংস্থারা হলো আরডিআরএস, কাঞ্চন সমিতি, মমতা পল্লী উন্নয়ন সংস্থা, মেরী স্টোপ কিলিনক,পল্লীশ্রী, আরএইচ স্টোপ, এফপিএবি, হেলপ,উডপাপ,কেয়ার,লাইট হাউজ, পৌরসভা, স্কাউটস্, এনটিসি, উপজেলা স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, ব্র্যাক ও জেলা প্রশাসন।