
মোঃ শামসুল আলম, ষ্টাফ রিপোর্টার, বোচাগঞ্জ : বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু বলেছেন, শিশুদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত ও মানুষিক চাপ মুক্ত রেখে লালন পালন করতে হবে। তিনি বলেন সামাজিক নিরাপত্তা নিশ্চিত ও মানুষিক চাপ মুক্ত হলেই আগামীতে শিশুরা ভাল কিছু করতে সক্ষম হবে। আজ ২০ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ টায় বোচাগঞ্জ উপজেলার ২নং ইশানিয়া ইউনিয়নের বকুলতলা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বেসরকারী প্রতিষ্ঠান গুড নেইবারস্ এর আয়োজনে আন্তজার্তিক শিশু অধিকার দিবস ২০১৪ ইং পালন উপলক্ষে র্যালী শেষে বোচাগঞ্জ শিশু পরিষদ শাখার সভাপতি মোঃ আবু আহাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ইগলু চৌধুরী গুড নেইবারস্ এর ভুয়সী প্রশংসা করে বলেন উপজেলার ১১ টি শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র সুবিধা বঞ্চিত শিশুদের বাছাই করে তাদের আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে সু-শিক্ষায় শিক্ষিত করার যে প্রয়াস গ্রহন করেছে সে জন্য তিনি গুড নেইবারসকে ধন্যবাদ জানিয়ে আগামীতে উপজেলার অন্যান্য ইউনিয়ন গুলোতেও গুড নেইবারস্ এর কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের প্রতি আহবান জানান। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ২নং ইশানিয়া ইউনিয়নের চেয়ারম্যান উৎপল রায় বুল, বকুল তলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওয়াহেদুর রহমান, বোচাগঞ্জ সিডিপির প্রকল্প পরিচালক বরকতুল আহসান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বোচাগঞ্জ অফিসের হেল্থ ইন্সপেক্টর মোছাঃ শিউলী খাতুন। এসময় সাংবাদিক মোঃ সাজ্জাদ হোসেন ও সাংবাদিক মোঃ শামসুল আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনার পুর্বে বর্ণাঢ্য র্যালীটি বকুলতলা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।