শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

সাম্প্রদায়িক সম্প্রিতির দেশ বাংলাদেশ-গোপাল এমপি

এফ রহমান বাবু, ষ্টাফ রিপোর্টার : বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রিতির দেশ এ কথা উল্লেখ জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল বলেন, এ দেশে প্রত্যেক ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারে। নিজ ধর্ম পালনে রাষ্ট্র আইনে কোনো বাধা নেই। তিনি আরো বলেন, বর্তমান সরকার চায় এ দেশে প্রত্যেক ধর্মের মানুষ শান্তিতে বসবাস করুক। বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের প্রতিটি মসজিদ, মন্দির ও গীর্জায় ব্যাপক অনুদান দিয়েছে। পুর্বে কোনো সরকার এতো বেশী অনুদান ধর্মীয় কোন প্রতিষ্ঠানে বরাদ্দ দেয়নি। দেশের বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে সকল জাতির মানুষ চাকুরী করছে। অনিয়ম দূর্নীতি না করলে তাদের কোনো বাধার সন্মুখিন হতে হয়না।

গতকাল দিনাজপুরের কাহারোল উপজেলার বুলিয়া বাজার দূর্গা মন্দিরের ভিত্তি প্রস্থর স্থাপন উপলক্ষে বিশাল জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল এসব কথা বলেন।

বুলিয়া বাজার দুর্গা মন্দিরের সভাপতি ঈশ্চর চন্দ্র রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহারোল উপজেলার পুজা উদযাপন শাখার সাধারন সম্পাদক রাজেন্দ্র দেব শর্মা, কাহারোল উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, কাহারোল উপজেলা আওয়ামীলীগের সদস্য অধ্যাপক আনারুল ইসলাম, ৪ নং তারগাও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম, বুলিয়া বাজার ডিগ্রী কলেজের প্রভাষক হৃদয় চন্দ্র রায়, ৪ নং তারগাও ইউপি সদস্য নিরঞ্জন চ্যাটার্জী, কাহারোল উপজেলা আওয়ামীলীগের অন্যতম নেতা সঞ্চয় রায় মিত্র। এ সময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসিফ রেজা রুবেল, কাহারোল উপজেলা ছাত্রলীগের আহবায়ক শেখর রায়, যুগ্ম আহবায়ক সুজন প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ৬ নং রামচন্দ্রপুর ইউনিয়নের ইউপি সদস্য ও যুবলীগের নেতা আজিজুল ইসলাম।

এর আগে কাহারোল উপজেলার একই ইউনিয়নের সাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন, ছাতইল সি, ডি, এস, পিবিডি-২১৩ প্রকল্প পরিদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান, চেচুড়গাঁও ও শ্রী শ্রী লক্ষ্মী মন্দিরের ভিত্তি প্রস্থর, সাহাপুর বটতলী লক্ষ্মী মন্দিরের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

Spread the love