
ফজিবর রহমান বাবু : বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এ কথা উল্লেখ করে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল বলেন, এ দেশে প্রত্যেক ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারে। নিজ ধর্ম পালনে রাষ্ট্র আইনে কোনো বাধা নেই। তিনি আরো বলেন, বর্তমান সরকার চায় এ দেশে প্রত্যেক ধর্মের মানুষ শান্তিতে বসবাস করুক। বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের প্রতিটি মসজিদ, মন্দির ও গীর্জায় ব্যাপক অনুদান দিয়েছে। পুর্বে কোনো সরকার এতো বেশী অনুদান ধর্মীয় কোন প্রতিষ্ঠানে বরাদ্দ দেয়নি। দেশের বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে সকল জাতির মানুষ চাকুরী করছে।
১৯ অক্টোবর সোমবার হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দিনাজপুরের কাহারোল উপজেলার ৩নং মুকুন্দপুর, ৬নং রামচন্দ্রপুর ও ৫ নং সুন্দরপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন ৬ নং রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান বাবলু, ৬ নং রামচন্দ্রপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সুশিল রায়,৫ নং সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান নাসেরম্নল ইসলাম, কাহারোল থানার ওসি পৃথ্বিশ সরকার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সঞ্চয় কুমার মিত্র, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসিফ রেজা রুবেল প্রমুখ।