
স্টাফ রিপোর্টার ॥ গতকাল সোমবার বাহাদুর বাজারস্থা কার্যালয়ে সারদা বিল্ডিং সমিতির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আবুল হোসেন সরকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জহির শাহ্। স্বাগত বক্তব্য রাখেন কমিটির অন্যতম সদস্য শামীম কবির। শুভেচ্ছা বক্তব্য রাখেন মিজানুর রহমান পাটোয়ারী, মোঃ লোকমান হোসেন ও মোঃ জাকির হোসেন। সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট বাহাদুর বাজার সারদা বিল্ডিং দোকান মালিক সমিতির কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন সভাপতি-আবুল হোসেন সরকার, সহ-সভাপতি-মিজানুর রহমান পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক আহমদ তানভীর হুদা, কোষাধ্য আব্দুস সামাদ বাবুল, দপ্তর সম্পাদক সুন্দর কুমার কুন্ডু, নির্বাহী সদস্য মোঃ আনিসুর রহমান, মোঃ নজরুল ইসলাম, শামীম কবির ও নজরুল ইসলাম। প্রধান অতিথি জহির শাহ্ বলেন, বর্তমানে দেশে রাজনৈতীক সহিংসতা বেড়ে যাওয়াতে ব্যবসার েেত্র ধস নেমেছে। তাই ব্যবসায়ীরা সংগঠিত হতে সংগঠনের প্রয়োজন রয়েছে। আমার বিশ্বাস এই সংগঠনের মাধ্যমে মালিক ব্যবসায়ীদের যে কোন সমস্যা সমাধান করা সম্ভব হবে।