
মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ সারাদেশে গুপ্ত হত্যা, নৈরাজ্য সৃষ্টি, খালেদা জিয়া জঙ্গী-মৌলবাদীদের মদদ দেয়ার প্রতিবাদে পঞ্চগড়ের বোদায় ১৪ দলের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার বিকেলে বোদা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের সামনে বোদা-পঞ্চগড় মহাসড়কে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, জাসদ কেন্দ্রীয় নেতা এমরান আল আমিন, আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান, ডেপুডি কমান্ডার আবুল কাশেম, যুবলীগের সভাপতি গোলাম ফারুক, ছাত্রলীগের সভাপতি অমিয় আলম প্রমুখ। বক্তাগণ অবিলম্বে দেশ থেকে জঙ্গিবাদ নির্মুল ও গুপ্ত হত্যার বিচার দাবী করেন।