বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন ও গুপ্ত হত্যা বন্ধের দাবীতে এনজিও সংস্থাগুলোর মানবপ্রাচীর কর্মসূচী পালিত

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ সংখ্যা লঘু সম্প্রদায়ের উপর নির্যাতন, জুলুম, অগ্নি সংযোগ, মন্দির ভাংচুর, দেবোত্তর সম্পত্তি ও শ্মশান ঘাট দখল এবং নাটরের বড়াই গ্রামের খ্রিষ্টান মদিদোকানি সুনিল গোমেজ, হিন্দু পুরোহিত আনন্দ গোপাল, পাবনার শ্রীশ্রী অনুকূল ঠাকুরের সেবায়েত নিত্য রঞ্জন পান্ডে, ঝিনাইদহের হিন্দু পুরোহিত আনন্দ গোপালসহ সারাদেশে গুপ্ত হত্যার প্রতিবাদে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) দিনাজপুর এর আয়োজনে এবং বেসিক ফুলবাড়ী, উইমেন কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (ডাব্লিউসিডিবি), বাংলাদেশ সেবা সংস্থা (বিএসএস) চিরিরবন্দর, বহ্নি শিখা মহিলা উন্নয়ন সংস্থা, গ্রাম বিকাশ কেন্দ্র, সাসটেইন চিরিরবন্দর, ঊষা সংস্থা প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসন সংস্থা, বালুবাড়ী দিনাজপুর এর সহযোগিতায় বড়বন্দরস্থ হরিসভা গেট সংলগ্ন মানবপ্রাচীর কর্মসূচী পালন করে।

সিডিসি’র নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায় বলেন, দেশব্যাপী বিভিন্ন শ্রেণি, গোষ্ঠীর মানুষকে টার্গেট করে যে ভয়াবহ হত্যাযজ্ঞ ও সন্ত্রাসী হামলা চলছে তাতে আমরা দারুনভাবে মর্মাহত, শংকিত ও উদ্বিগ্ন, শান্তি, শৃঙ্খলা রক্ষায় প্রত্যেককে সচেতন হওয়ার জন্য এবং প্রশাসনকে আরও তৎপর হওয়া অত্যন্ত জরুরী। আমরা সংখ্যা লঘুরা জীবন নিয়ে শংকিত, আতংকের মধ্যে আছি। প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন এই হত্যাকারীদের গ্রেফতার করুন, বিচার করুন এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করুন। সভায় আরও বক্তব্য রাখেন সৎসঙ্গ বিহার গোপালগঞ্জ দিনাজপুরের সেক্রেটারী ক্ষিতিশ চন্দ্র শীল (এসপিআর) ও ফুলতলা কেন্দ্রীয় শ্মশানঘাট কমিটির সাধারণ সম্পাদক গৌর চন্দ্র শীল, গ্রামবিকাশ কেন্দ্রের লাকি মারান্ডি, সাসটেইনের নির্বাহী পরিচালক প্রকৌঃ এস.আই শফিক, ঊষা সংস্থার আব্দুল খালেক খান, বিএসএস-এর নির্বাহী পরিচালক ডাঃ দিপেন্দ্র নাথ রায় ও প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসন সংস্থান সাধারণ সম্পাদক বিলকিস আরা ফয়েজ  এবং আব্দুল হামিদ।

Spread the love