সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

সারা দেশে মেডিকেলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সারাদেশের ২৩টি কেন্দ্রে একযোগে সব সরকারি ও বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষার ফলাফল ২৬ অক্টোবর রবিবার প্রকাশ করা হবে।
এ বছর সরকারি-বেসরকারি মোট ৮৫টি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ১০ হাজার ২৯৯ আসনের বিপরীতে ৬৯ হাজার ৪৭৭ শিক্ষার্থী পরীক্ষার আবেদন করেছেন। এ হিসাবে একটি আসনের বিপরীতে লড়ছে প্রায় ৭ শিক্ষার্থী।

দেশের ২৯ সরকারি মেডিকেল কলেজে ৩ হাজার ১৬২টি এবং ৯টি ডেন্টাল কলেজে ৫৩২টি আসন রয়েছে। এ ছাড়া ৫৬টি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে আসনসংখ্যা যথাক্রমে ৫ হাজার ৩২৫ এবং ১ হাজার ২৮০।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগের নিয়ম অনুযায়ী এবারও পরীক্ষা হয়। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের যেসব শিক্ষার্থী মোট জিপিএ কমপক্ষে ৮ পেয়েছেন, তারাই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারছেন। এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ভিত্তিতে ১০০ আর ভর্তি পরীক্ষায় ১০০ নম্বর নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে পাস নম্বর ৪০।
জানা যায়, এবারই প্রথম পটুয়াখালী, জামালপুর, টাংগাইল, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ ও রাঙ্গামাটির নতুন ৬টিসহ সরকারি ২৯টি মেডিকেলে শিক্ষার্থী ভর্তি করা হবে। এছাড়া সেনাবাহিনী পরিচালিত নতুন ৫টি বেসরকারি মেডিকেল- রংপুর, বগুড়া, কুমিল্লা, চট্টগ্রাম ও যশোর মেডিকেলসহ মোট ৫৪টি বেসরকারি মেডিকেলে শিক্ষার্থী ভর্তির সুযোগ পাচ্ছে।

Spread the love