
৩৬ দফা কাঠমান্ডু ঘোষণার মধ্যদিয়ে আজ বৃহস্পতিবার এবারের সাউথ এশিয়ান এসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশনের (সার্ক) শীর্ষ সম্মেলন শেষ হয়েছে। এবারের সবচেয়ে বড় অর্জন হলো বিদ্যুৎ ও জ্বলানী সহযোগিতা চুক্তি। এ চুক্তিটি হবে কি হবে না- তা নিয়ে নানা বহু নাটকীয়তার পর অবশেষে ২ দিনব্যাপী সম্মেলনের শেষ দিনে আজ বৃহস্পতিবার বিকেলে সার্ক নেতাদের উপস্থিতিতে সদস্য দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীরা এতে স্বাক্ষর করেন। এর ফলে সার্কভুক্ত দেশগুলোতে অবিচ্ছিন্ন বিদ্যুৎ বাজার গড়ে তোলার প্রেক্ষাপট যেমন তৈরি হলো। এ সম্মেলনে অংশ নেয়া বাংলাদেশের একজন কূটনীতিক বলেন, সকালে অবকাশ বৈঠকে সব দেশের প্রধানমন্ত্রী এ বিষয়ে একমত হন। এর ফলে সমাপনী অনুষ্ঠানেই তা স্বাক্ষর করা সম্ভব হয়। প্রসঙ্গত সার্কের ১৯তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে পাকিস্তানে।
এর আগে গত ২১ নভেম্বর কাঠমান্ডুতে ১৮তম সার্ক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। শান্তি ও সমৃদ্ধির জন্য নিবিড় সংহতি’ এই প্রতিপাদ্যে শুরু হয় দক্ষিণ এশীয় আঞ্চলিক সংস্থার এ সম্মেলন। সার্কেও আট নেতার উপস্থিতিতে বিদায়ী চেয়ারম্যান মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন আবদুল গাইয়ুম সম্মেলন উদ্বোধন করেন। সার্ক রীতি অনুযায়ী দায়িত্ব নেন স্বাগতিক দেশ নেপালের প্রধান মন্ত্রী সুশীল কৈরালা।
এদিকে আজ ৩৬ দফা কাঠমান্ডু ঘোষণার মধ্যদিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন নব নির্বাচিত সার্কের চেয়ারম্যান ও নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা। সমাপনী অধিবেশনের বক্তব্যে সুশীল কৈরালা বলেন, আমাদের সময় এসেছে দক্ষিণ এশিয়াকে সামনে এগিয়ে নেয়ার। এ লক্ষ্যে সবাইকে নির্দিষ্ট কিছু বিষয়ের উপর সমানভাবে অংশীদার হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, সম্ভাবনাময় দক্ষিণ এশিয়া করতে যোগাযোগ উন্নয়নসহ একই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। বিশেষ করে এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও সন্ত্রাস দমনসহ নিরাপদ এশিয়া গড়ার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী ও সচিবদের বৈঠকে চুক্তিটির বিষয়ে সব সদস্য দেশ একমত হতে পারেনি। ফলে সার্ক শীর্ষ সম্মেলনের ১ম দিন চুক্তি স্বাক্ষরের বিষয়টি অনুষ্ঠান সূচিতে থাকলেও সেটা ছাড়াই অনুষ্ঠান মুলতবি করা হয়। ১৮তম সার্ক শীর্ষ সম্মেলনের শেষ দিন আজ বৃহস্পতিবার সকালে কাঠমান্ডু শহর থেকে ৩০ কিলোমিটার দূরে দেশের অন্যতম বিনোদন কেন্দ্র দোয়ারিকাস পরিদর্শনে যায় নেতারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থতার কারণে সেখানে অংশ নেননি। তবে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এবং পররাষ্ট্রসচিব শহীদুল হক এতে অংশ নিয়েছিলেন। সার্ক সম্মেলনের অবকাশ কর্মসূচির এ অনুষ্ঠানের আলোচনাতেই সার্কের নেতারা চুক্তিটি সই করতে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছেন।
পক্ষান্তরে বিদ্যুৎ ও জ্বালানি চুক্তি শেষ পর্যন্ত আলোর মুখ দেখলেও বাকি দুটি চুক্তি সদস্য দেশগুলোর মধ্যে যাত্রী ও পণ্য পরিবহনের জন্য সার্ক আঞ্চলিক রেল সহযোগিতা চুক্তি এবং সার্ক পণ্য ও যাত্রীবাহী মোটরযান চলাচল বিষয়ক চুক্তির বিষয়ে আগামী ৩ মাসের মধ্যে কাউন্সিল অব মিনিস্টারদের সভায় আলোচনা করার সিদ্ধান্ত হয়েছে।