
মিজান॥ জমিদার ও মহাজন শ্রেণিসহ সমগ্র ইংরেজ শাসন ব্যবস্থাই ছিল সাঁওতালদের উপর নির্মম শোষণ ও নীপিড়নের জন্য দায়ী। ইংরেজ শাসন ব্যবস্থাই ছিল মহাজন শ্রেণিতে শোষকের শ্রেণিতে উন্নীত করা। সমস্ত অত্যাচার নিপীড়ন, নির্যাতন ও শোষণ মুক্তির লক্ষ্যই অবশেষে শান্ত সাঁওতাল জাতি বিক্ষোভে ফেটে পড়ে। শুরু হয় জমিদার, মহানজন, পুলিশ ও কর্মচারীদের জুলূম নির্যাতন এসবের পিছনে সাম্রাজ্যবাদী বৃটিশ সরকারের যোগসাঁজস ছিল। শোষণ, নির্যাতন, জুলুম, অত্যাচার সাঁওতাল আদিবাসীরা মেনে নিতে পারলো না। তাদের অন্তরে প্রতিবাদের ঝড় বইতে শুরু করলো। তারা এইসব অত্যাচার ও জনসংগ্রামের নেতারা হলেন সিঁধু, কানু, চাঁদ ও ভৈরব ১৮৫৫ খৃষ্টিাব্দে ভগলা দিঘির ঐতিহাসিক মহাসমাবেশের পর ৪০ হাজার অত্যাচারিত নির্যাতিত, নিপীড়ত সাঁওতাল আদিবাসীরা তাদের ন্যায্য আদায়ের জন্য রাস্তায় নেমেছিল।
বৃহস্পতিবার পূর্ব কর্ণাই সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে কর্ণাই আদিবাসী কমিটি আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা রেজাউল করিম রাকি। অনুষ্ঠানের সভাপতি সুবাস মুর্মু’র সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, আদিবাসী চেয়ারম্যান রুবেন মুর্মু, মুক্তিযোদ্ধা প্রফুল্ল চন্দ্র রায়, কর্ণাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জিল্লুর রহমান, প্রধান শিক্ষক পরিতোষ চন্দ্র রায়, শিমন মার্ডী, রতন বাস্কে, গোপিন বাস্কে, বিশু বাস্কে, তাঁরা মুর্মু ও অনুষ্ঠানের সাধারণ সম্পাদক বিশু বাস্ক।
বক্তারা আরো বলেন, বৃটিশ সরকার সামরিক শাসন জারি করে সাঁওতাল আদিবাসীদের দমন করার জন্য বিরাট ফৌজ বাহিনী নিযুক্ত করেন। ফৌজদের কামান ও অগ্নিবর্ষণে ধনুধর সাঁওতাল বিদ্রোহীরা ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। সেদিন বৃটিশ সরকারের বিরুদ্ধে লড়তে গিয়ে প্রায় ১০ হাজার নিরিহ সাঁওতাল আদিবাসী শহিদ হয়। সিঁধু, কানু সেনাবাহিনীর হাতে ধরা পরে। কানু ও তাদের বিরুদ্ধে রাজদ্রোহী অভিযোগ এনে ১৮৫৫ সালে ১৪-১৬ জানুয়ারী বিচারে তাদের ফাঁসির আদেশ হয় এবং তা কার্যকর হয়। সিঁধু, কানু, চাঁদ, ভৈরব এর নাম সাঁওতাল আদিবাসী সমাজের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে বিশ্বের দরবারে। সাঁওতাল আদিবাসীরা শ্রদ্ধার সহিত স্মরণ করে সাঁওতাল বিদ্রোহে অগ্রগামী নেতা শহিদ সিধু, কানু, চাঁদ ও ভৈরবকে স্মরণ করে প্রতি বাছর সাঁওতাল দিবস পালন করে।
উল্লেখ্য, ৩০ জুন ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস। ১৬১ বছর আগে ১৮৫৫ খ্রিষ্টাব্দে ৩০ শে জুন সংগঠিত হয়েছিল এই ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ।