রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

সিটিজেন এ্যাডভোকেসী ফোরামের মাসিক মিটিং ও ধর্ষন বিরোধী পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি : রোববার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) দিনাজপুর এর আয়োজনে সিডিসির সহযোগিতায় মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে পিআরপিডি-ডিআই প্রকল্পের আওতায় প্রতিবন্ধিতা বিষয়ক সিটিজেন এ্যাডভোকেসী ফোরামের মাসিক মিটিং ও ধর্ষণ বিরোধী পরিকল্পনা সভায় অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ হাসমিন লুনার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সিডিসির নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায়। প্রকল্প বিষয় এবং ফোরামের আগ্রগতি নিয়ে আলোচনা করেন সিডিসির ডিআইআরএফ শৈলেন চন্দ্র রায়। ফোরামে উপস্থিত সদস্যদের মধ্যে আলোচনা করেন ইউপি সদস্য অর্পনা রায় লতা, দিপ্তি রাণী রায়, নাসমিন বেগম, লেপ্রসী মিশনের প্রনব রোজারীও, বিবিডিএস এর নির্বাহী পরিচালক মোঃ জিল্লুর রহমান এবং প্রতিবন্ধী স্ব-সংগঠনের সহ-সভাপতি মোঃ ইয়াকুব আলী। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রকল্পের সিএম মুক্তি কুজুর। সভায় সিদ্ধান্ত হয় যে সম্প্রতি চিরিরবন্দর উপজেরা সাতনালা ইউনিয়নের জোত সাতনালা (তেলিপাড়া) গ্রামের মোঃ আমিনুল ইসলামের ১২ বছরের কন্যা বাক্ ও মানুষিক প্রতিবন্ধী খুশি’র ধর্ষনকারীর গ্রেফতারের দাবীতে আজ সোমবার মানববন্ধন কর্মসূচী পালন, চেহেলগাজী ইউনিয়নে প্রতিবন্ধী নারীর ধর্ষনের বিষয় ফোরাম ঘটনাস্থল পরিদর্শনের সিদ্ধান্ত এবং আগামী ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপনের বিষয় কর্মসূচী গ্রহণ।

 

Spread the love