বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সিডিসি কর্তৃক প্রতিবন্ধী বাদলের সাথে নুর ইসলামের বিরোধের নিষ্পত্তি ঘটলো

কাশী কুমার দাস,স্টাফ রিপোর্টার : গতকাল বুধবার সিডিসি কর্তৃক দীর্ঘদিনের প্রতিবেশীর সাথে প্র্রতিবন্ধী ব্যক্তির দীর্ঘদিনের বিরোধের নিষ্পত্তি হয়েছে৷

জানা গেছে, দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের কাঁটাপাড়া কর্ণাই গ্রামের শারীরিক প্রতিবন্ধী ও সিডিসি কর্তৃক বাস্তবায়িত পিআরপিডি-ডিআই প্রকল্পের চেহেলগাজী ইউনিয়নের প্রতিবন্ধী স্ব-সংগঠনের সভাপতি মোঃ বাদলের সাথে প্রতিবেশী মোঃ নুর ইসলাম (নুহা) ও তার পুত্রদের সাথে বিরোধ চলছিল৷ বিরোধ নিষ্পত্তির জন্য মোঃ বাদল সিডিসি কার্যালয়ে আবেদন করে৷ তারই প্রেক্ষিতে গতকাল বুধবার এলাকায় বাদলের দোকানের সামনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে এবং সিডিসি’র নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায়, বিবিডিএস এর নির্বাহী পরিচালক মোঃ জিল্লুর রহমান, স্থানীয় দৃষ্টি প্রতিবন্ধী মোঃ ওবায়দুর রহমান ও পিআরপিডি-ডিআই প্রকরে ডিআইআর শৈলেন চন্দ্র রায়ের হস্তক্ষেপে বিচার সালিশের মাধ্যমে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি হয়৷ বিরোধ নিষ্পত্তি অনুষ্ঠানে প্রতিবেশী মোঃ নুর ইসলাম ও তার পুত্রদের সাথে প্রতিবন্ধী মোঃ বাদলের সাথে গলা মিলিয়ে আলিঙ্গন করে আগামীতে সামাজিক মর্যাদার সাথে উভয় পক্ষ বসবাস করার জন্য অঙ্গীকারবদ্ধ হন৷