বৃহস্পতিবার ১ জুন ২০২৩ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সিপিএলে জ্বলে উঠলেন সাকিব

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ-সিপিএলে সাকিব আল হাসানের হাফ সেঞ্চুরিতে গায়েনা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৫ উইকেটে হারিয়েছে জ্যামাইকা তালাহওয়াস।

প্রথমে ব্যাটিংয়ে নেমে দলীয় ৮ রানেই সাজঘরে ফেরেন অ্যামাজন অধিনায়ক মার্টিন গাপটিল। ক্রিস লিনের ৩৩ এবং জ্যাসন মোহাম্মদের ৪৬ রানের ওপর ভর করে ১২৮ রানের পুঁজি দাঁড় করায় অ্যামাজন ওয়ারিয়র্স। এক উইকেট নেন সাকিব।

জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ২ রানের মধ্যে ৪ উইকেট হারায় জ্যামাইকা। আন্দ্রে রাসেলকে নিয়ে দলের হাল ধরেন সাকিব। ২৪ রানে রাসেল ফিরে গেলেও অধিনায়ক গেইলের সঙ্গে পার্টনারশিপ গড়ে হাফ সেঞ্চুরি তুলে নেন সাকিব।

৫৪ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন বিশ্বসেরা অলরাউন্ডার। গেইল অপরাজিত থাকেন ৪৫ রানে।

সূত্রঃ চ্যানেল আই অনলাইন ।