সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে রবিউল ইসলাম (৪০) নামে এক বিড়ি শ্রমিকের মৃত্যু হয়েছে। সে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের বাসিন্দা এবং কিসমত বিড়ি ফ্যাক্টরীর শ্রমিক।
গতকাল সোমবার সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ বাজার ষ্টেশন থেকে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কালিয়া হরিপুর ইউনিয়নের মৌলভীপাড়া রেলক্রসিং অতিক্রম করার সময় এ দূর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ রেলের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (ওয়ে) আব্দুল মান্নান জানান, ট্রেনটি রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের নিচে কাটা পড়ে রবিউল ইসলামের ২ পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। ঘটনার পরই স্বজনরা মৃতদেহ নিয়ে গেছে।