শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

সীমান্তে যুবককে হত্যার চেষ্টা

মো.মাহাবুর রহমান,বিরামপুর সংবাদদাতাঃ

দিনাজপুরের বিরামপুর ঘাসুড়ীয়া সীমান্তে দঃ দামেদরপুর গ্রামের কিনা মন্ডল (২৫) কে পরিকল্পিত ভাবে পিটিয়ে হত্যার সময় কিনার আত্নচিৎকারে স্থানীয় এলাকাবাসি ঘটনার সাথে জড়িত প্রধান অভিযুক্ত যুবক আল-আমিন (২৫) কে আটক করেছে।

আটক যুবক টাঙ্গাঈল জেলার বাসাইল উপজেলার কাজিলা গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। বিরামপুর থানার অলেখিত লাইনম্যান আলম ও স্থানীয় ২নং কাটলা ইউপি চেয়ারম্যান এম সামসুল আলম মোটা অর্থের বিনিময়ে যুবকে ছেড়ে দেন।

এ বিষয়ে কিনা মন্ডল অভিযোগ করে বলেন, শুক্রবার রাতে আল-আমিন ও পার্শ্ববর্তী হাকিমপুর উপজেলার নয়ানগর গ্রামের সাহারের ছেলে বদিউর রহমান ওরফে বদি ও রণগ্রাম এলাকার মমতাজের ছেলে কবির হোসেন সহ কয়েকজন আমাকে হত্যার উদ্দেশ্যে দামদরপুর সীমান্তের মেইনপিলার ২৯৭/২৪ এস এলাকায় ভারতীয় কাঁটা তারের বেড়া সংলগ্ন স্থানে নিয়ে যায়। এর পর আল-আমিন সঙ্গীদের নিয়ে বিয়ার পান করে।এবং আল-আমিন বলে এটাই তোর জীবনের শেষ ঈদ। এরপর তারা জোরকরে আমাকেও নেশাখাইয়ে দেওয়ার চেষ্টা করলে আমি না খাওয়ার চেষ্টা করি।এক পর্যায়ে আল-আমিন হত্যার উদ্দেশ্যে বিয়ারের বোতল দিয়ে এলোপাতাড়ী পেটাতে থাকলে সাথে থাকা বদিউর ও তার সঙ্গীরা কিনাকে আটকের জোর চেষ্টা চালালে কিনা আত্মরক্ষায় চিৎকার দিয়ে পালিয়ে স্থানীয় এক বাড়িতে আশ্র্য় নেয়। পরে এলাকাবাসি   আল-আমিন ও কবিরকে আটক করে স্থানীয় চেয়ারম্যানের নিকট সোপর্দ করেন। চেয়ারম্যান গ্রামবাসিদের নিয়ে এক শালিসে মোটা অর্থের বিনিময়ে তাদের ছেড়ে দেয়।

আটক আল-আমিন জানান, আমি কিনার কাছে ফেন্সিডিল ব্যবসার জন্য ৫০ হাজার টাকা পাব। দির্ঘ দিন ধরে সে টাকা না দিয়ে আমার সাথে তাল বাহানা করে আসছিল। আমি তাকে হত্যার উদ্দেশ্যে নয়, কেবল মাত্র ভয় দেখানোর জন্য কয়েকটি কিলঘুসি মেরেছি।তবে কিনা মন্ডলকে মেরে ফেললে তেমন কিছইু হবেনা। মাত্র দশ হাজার টাকা হলেই আমার কোর্ট থেকে জামিন হবে।

কিনার বাবা জহির উদ্দিন সাংবাদিকদের জানান, গত এক মাস আগে কাটলা বাজারে এক বাড়ি ভাড়া নিয়ে আল-আমিন নাম মাত্র কাপড়ের ব্যবস্যা করে আসছিল।

১৭সেপ্টেম্বর বিরামপুর পৌর এলাকার মাহমুদপুর মহলস্নার কৃষক লুৎফর রহমান ও ২৬ সেপ্টেম্বর উপজেলার জোতজয়রামপুর গ্রামের মুশফিকুর হত্যা মামলার সাথে আল-আমিন যুক্ত থাকতে পারে বলে এলাকা বাসির ধারনা।তবে পুলিশে না দিয়ে এভাবে টাকার বিনিময়ে অপরাধীকে চেয়ারম্যান ও দালালরা ছেড়ে দেয়ায় এলাকা বাসি ক্ষোভ প্রকাশ করছেন।

২নং কাটলা ইউনিয়নের চেয়ারম্যান এম সামসুল আলম বলেন, আমি টাকার বিষয়ে জানিনা। তবে মানবিক কারনে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।

 

মো.মাহাবুর রহমান

বিরামপুর,দিনাজপুর

০১৭১৩-৬৮৬৪৫৩

Spread the love