
সুইডেনের একটি স্কুলে ‘তলোয়ার’ নিয়ে হামলা চালিয়েছে এক মুখোশধারী। এতে এক শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শিক্ষার্থী। এছাড়া পুলিশের গুলিতে ওই হামলাকারী নিহত হয়েছে।
বৃহস্পতিবার পশ্চিম সুইডেনের শিল্পশহর হিসেবে পরিচিত ট্রলহ্যাটন শহরের ক্রোনান স্কুলে এ হামলা চালানো হয়। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।
পুলিশ জানিয়েছে, তারা একটি জরুরি ফোন পেয়েছিল। তাদের বলা হয়েছিল, এক মুখোশধারী হাতে ছুরির মতো অস্ত্র নিয়ে স্কুলের আঙ্গিনায় প্রবেশ করেছে এবং সে স্কুলের ক্যাফেটারিয়ায় হামলা চালিয়েছে।
ওই হামলাকারীর ছুরিকাঘাতে ঘটনাস্থলেই এক শিক্ষকের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত হয় তিনজন। হাসপাতালে নেওয়ার পর এদের মধ্যে একজনের মৃত্যু হয়। অপর দুজনের মধ্যে একজনের অবস্থা স্থিতিশীল। আহত ওই দুজনের বয়স যথাক্রমে ১১ ও ১৫ বছর।
সন্দেহভাজন ওই হামলাকারীর বয়স ২০। পুলিশের গুলিতে প্রথমে সে আহত হয়। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। তবে তার নাম ও হামলার কারণ এখনো জানা যায়নি।
পুলিশের মুখপাত্র থমাস ফাক্সবর্গ বলেন, ‘তরুণদের ওপর হামলা চালানো হয়েছে। এটা খুবই মর্মান্তিক।’
সূত্র: গার্ডিয়ান