জিল্লুর রহমান মন্ডল পলাশ, গাইবান্ধা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা মানবাধিকার বিজ্ঞানী অধ্যাপক ড. এবিএম মফিজুল ইসলাম পাটোয়ারীর দশম মৃত্যু বার্ষিকী বৃহস্পতিবার পালন করা হয়েছে।
এ উপলক্ষে মরহুমের গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম ফলগাছা গ্রামে নিজ বাড়ি সংলগ্ন ড. জেড আই চৌধুরী এগ্রিক্যালচার ট্রেনিং এন্ড রিসোর্স ইনস্টিটিউট চত্বরে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। তার কর্মময় জীবনী নিয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি চেয়ারম্যান আনছার আলী সর্দার। বক্তব্য রাখেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনির্ভারসিটি বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান শহিদুল কাদের পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী, সর্বানন্দ ইউপি জাতীয় পার্টির নেতা মশিউর রহমান সর্দার প্রমুখ। মৃত্যু বার্ষিকীতে মরহুমের সহোচর, শুভাকাঙ্খি ও আত্নীয়স্বজন অংশ গ্রহন করেন।