শনিবার ৯ ডিসেম্বর ২০২৩ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

সুবর্ণ জয়ন্তীতে বিশিষ্ট্য নাট্যজন মরহুম আকবর আলী ঝুনু মরনোত্তর সম্মাননা

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের ঐতিহ্যবাহী নাট্য প্রতিষ্ঠান বৈকালী নাট্যগোষ্ঠীর ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে মরনোত্তর সম্মাননা পেলেন বৈকালী’র প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট অভিনেতা মরহুম আকবর আলী ঝুনু। তার সম্মাননা স্মারক গ্রহণ করেন তৎকালীন নাট্য অভিনেত্রী বিশিষ্ট শিক্ষাবিদ ছায়া আকবর।
ছায়া আকবর ১৯৬৪ সালে “এতটুকু বাসা”, ১৯৬৫ সালে “মেঘে ঢাকা তারা” এবং ১৯৬৬ সালে “ভাঙা গড়া খেলা” নাটকে শ্রেষ্ঠ নাইকার পুরস্কার অর্জন করেন। ১৯৮০-১৯৮১ সালে বিএড পড়ার সময় “সমাজকর্মীর” চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার শেষ নাটক। তিনি নবরূপী ও নাট্য সমিতির পক্ষ থেকে সে সময় প্রচুর নাটক করে গেছেন। তিনি মহিলা বিষয় অধিদপ্তরের পক্ষে ২০২১ সালে জয়িতা অন্বেষনে বাংলাদেশ সফল জননী নারী বিভাগীয় পর্যায়ে প্রথম পুরস্কার পান। বৈকালী’র গুণিজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সম্মাননা স্মারক প্রদান করেন দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ দেলওয়ার হোসেন। তার হাত থেকে মরহুম আকবর আলী ঝুনুর (মরনোত্তর) সম্মাননা স্মারক গ্রহণ করেন তার সহধর্মিনী ছায়া আকবর। প্রয়াত মরহুম আকবর আলী ঝুনু একাধারে আবৃতিকার, অভিনেতা, নাট্য নির্দেশক, সংগঠক, একজন ভালো ফুটবল খেলোয়াড় ছিলেন।

Spread the love