
মনজুরুল আলম, ষ্টাফ রিপোর্টার, পার্বতীপুর : দিনাজপুর জেলায় প্রথম পার্বতীপুরের ২১৪টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ হাজার শিশুকে স্কুল ফিডিং এর আওতায় আনা হয়েছে। গতকাল শনিবার বিকেলে শহরের আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে একযোগে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাথমিক ও গণ-শিক্ষা মন্ত্রী এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। উপজেলা নির্বাহী অফিসার রাহেনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রকল্প পরিচালক (যুগ্ন সচিব) বাবলু কুমার শাহ. জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, পুলিশ সুপার রুহুল আমিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার একরামুল হক, নির্বাহী পরিচালক শহিদুজ্জামান, বিশ্ব খাদ্য কর্মসূচির রংপুর প্রতিনিধি হাফিজা খাতুন ও বিভাগীয় উপ পরিচালক মহিউদ্দিন তালুকদার প্রমূখ। মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মধ্যে এ বিস্কুট বিতরন করা হলে বিদ্যালয়ে শিক্ষার্থী ঝরে পড়া রোধ করবে। সে সাথে ৭৫ গ্রামের পুষ্টিকর বিস্কুট শিশুদের মেধা বিকাশে সহায়তা করবে।