শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

সুবিধা বঞ্চিত পরিবারদের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ

জিন্নাত হোসেন : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারদের মাঝে বিশুদ্ধ পানি আহরণের জন্য বিনামূল্যে টিউবওয়েল বিতরণ করেছেন মুসলিম এইড ইউকে এর সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা প্রত্যাশা।

১৫ নভেম্বর শনিবার সকালে দিনাজপুর ফুলবাড়ী উপজেলা ডাকবাংলো চত্বরে স্বেচ্ছাসেবী বেসরকারী উন্নয়ন সংস্থা প্রত্যাশা দিনাজপুরের উদ্যোগে মুসলিম এইড ইউকে বাংলাদেশ এর অর্থায়নে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের গরীব-বিধবা-প্রতিবন্ধী-অধিকতর দরিদ্র পরিবার উপকারভোগীদের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডঃ মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

বেসরকারী উন্নয়ন সংস্থা প্রত্যাশা’র নির্বাহী পরিচালক শাহানাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুসলিম এইড ইউকে বাংলাদেশ এর ফিল্ড অফিসের কান্ট্রি ডিরেক্টর মোঃ ওবায়দুর রহমান, কো-অর্ডিনেটর (ফুড সেক্রেটারী এন্ড নিউট্রিশন) মোঃ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ হায়দার আলী শাহ, ইউপি চেয়ারম্যান প্রভাষক মোঃ আব্দুল কুদ্দুস, ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ মন্ডল প্রমুখ। উলে­খ্য উপকারভোগী (গরিব-বিধবা-প্রতিবন্ধী-অধিকতর দরিদ্র পরিবার-মসজিদ-মাদ্রাসা ও বিদ্যালয়) মাঝে বিশুদ্ধ পানি আহরণের জন্য বিনামূল্যে টিউবওয়েল বিতরন করা হয়।

Spread the love