বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

সুশিক্ষার পাশাপাশি নিজেদের চরিত্রবান ও সুন্দর মনের মানুষ হিসেবে গড়ে তুলতে হবে

স্টাফ রিপোর্টার : শিক্ষা জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সীমা বা শেষ নেই। প্রত্যেক শিক্ষার্থীকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার স্বপ্ন দেখাতে হবে। যেন আজকের এই শিক্ষার্থীরা আগামীতে রাষ্ট্র পরিচালনার কাজে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে। শুধু শিক্ষিত হওয়ার জন্য শিক্ষা নয়, সুশিক্ষার পাশাপাশি নিজেদের চরিত্রবান ও সুন্দর মনের মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

গতকাল দিনাজপুরের কাহারোল উপজেলার খামারদিঘা এইচ আর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এর নবীন বরণ ও সনদপত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এসব কথা বলেন।

খামারদিঘা এইচ আর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এর সভাপতি মোঃ ইব্রাহীম মুন্সির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী, বীরগঞ্জ উপজেলার চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, খামারদিঘা এইচ আর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এর অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, ২ নং রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, ২ নং রসুলপুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ভুপেন্দ্র নাথ রায়, কাহারোল উপজেলা যুবলীগ নেতা আব্দুস সালাম বুলেট, কাহারোল উপজেলা আওয়ামীলীগের অন্যতম নেতা সঞ্জয় কুমার মিত্র। এ সময় উপস্থিত কাহারোল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসিফ রেজা রুবেল, কাহারোল উপজেলা ছাত্রলীগের আহবায়ক শেখর রায়, যুগ্ম আহবায়ক সুজন প্রমুখ।

নবীন বরণ অুনষ্ঠানটি পরিচালনা করেন খামারদিঘা এইচ আর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এর ইংরেজি প্রভাষক স্বপন কুমার রায়।

অনুষ্ঠানে শেষে ৫ জানুয়ারী দশম জাতীয় নির্বাচনের সহিংসতায় ক্ষতিগ্রস্ত এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক তুলেন দেন। পরে খামারদিঘা এইচ আর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এর অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা প্রায় শতাধিক নেতাকর্মী প্রধান অতিথি মনোরঞ্জশীল গোপাল এমপি’র হাতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।

Spread the love