
৩ দিনের ঢাকা সফর শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজসহ তার সঙ্গীরা
ঢাকা ত্যাগ করেন। আজ শুক্রবার দুপুরে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী একটি এয়ারলাইন্সে করে তারা ঢাকা ত্যাগ করেন। তার সফর সঙ্গী ছিলেন, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ, ডেপুটি হাইকমিশনার সুজিত চক্রবর্তী, ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং, সুষমা স্বরাজের রাজনৈতিক সচিব সুজিত ঘোষ প্রমুখ। দুপুর ১২টায় দশম জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেন বাংলাদেশে সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বেলা ১১টা ৫০ মিনিটে সংসদ ভবনের গেটে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান রওশন এরশাদ। এসময় উপস্থিত ছিলেন- বিরোধীদলীয় নেতার একান্ত সচিব গোলাম মসিহ ও বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী। এর আগে সকাল ৯টা ৮ মিনিটে হোটেল সোনারগাঁওয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন সুষমা স্বরাজ।
হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগের আগে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দিন বলেন, ভারতের নতুন সরকার বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। বাংলাদেশের রাজনীতিসহ অন্য যেসব অভ্যন্তরীণ সমস্যা রয়েছে তার সমাধান দেশের জনগণকেই করতে হবে। তবে এবারের সফর ইতিবাচক। তিনি বলেন, দুদেশের সম্পর্ক সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায় ভারত। রাজনীতিবিদরা প্রত্যেকের উদ্বিগ্নতার কথা জানিয়েছেন। সবাই ভারতের সঙ্গে দেশের গভীর সম্পর্ক চান। এবারের সফরের মধ্যদিয়ে সম্পর্কের চমৎকার শুরু হলো। বাংলাদেশের আতিথিয়তায় আমরা মুগ্ধ। এ সফর ইতিবাচক। এর মাধ্যমে দু’দেশের সম্পর্ক আরো দৃঢ় হবে। ব্রিফিংয়ের সময় তার সঙ্গে ছিলেন ভারতের পরারাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বাংলাদেশ-মায়ানমার) শ্রী প্রিয়া রঙ্গনাথ।