
জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, ‘দেশের মানুষ ধ্বংস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের রাজনীতিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। একটি দল তাদের ভুলের খেসারত দিতে গিয়ে এখন দেশের সাধারণ মানুষের ওপর প্রতিশোধ নিতে শুরু করেছে। তারা এখন আর স্বাভাবিক কোনো রাজনৈতিক দল নেই। তারা জঙ্গিবাদী, সন্ত্রাসী ও চোরাগোপ্তা হামলাকারী সংগঠনে পরিণত হয়েছে।’
আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে পার্টির ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মঙ্গলবার দুপুরে তিনি এ সব কথা বলেন।
‘সুষ্ঠু গণতন্ত্র বিকাশের জন্য যে কোনো পর্যায়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের কোনো বিকল্প নেই। আসন্ন সিটি করপোরেশনের নির্বাচনও হবে গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নেওয়ার কার্যকরী একটি পদক্ষেপ। জাতীয় পার্টি অতীতের ন্যায় সিটি করপোরেশন নির্বাচনে সর্বাত্মকভাবে অংশগ্রহণ করে গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নেবে।’
মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন আহমেদ বাবুল, যুগ্ম-মহাসচিব নুরুল ইসলাম নূরু, কেন্দ্রীয় নেতা আমানত হোসেন আমানত, শফিকুল ইসলাম সেন্টু, সুলতান আহমেদ সেলিম, নাজমা আক্তার, অনন্যা হুসেইন মৌসুমী, ডা. সেলিমা খান, হামিদ হাসান, কামরুল হুদা কাজল, জাহানারা মুকুল, হাজী সিরাজ, মো. ইব্রাহিম খান, মনিরুজ্জামান প্রমুখ।