বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

সেচিক জেনারেল ক্লাবের মাস ব্যাপী অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

মোঃ শামসুল আলম ষ্টাফ রিপোটার : আজ শনিবার সন্ধায় সেতাবগঞ্জ চিনিকল জেনারেল ক্লাবের আয়োজনে ক্লাব প্রাঙ্গনে মাস ব্যাপী অন্তঃ কক্ষ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহাব্যবস্থাপক (কারখানা) এস,বি ইউসুফ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক ও জেনারেল ক্লাবের সভাপতি মোঃ শহিদ উল্লাহ। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র মিলের মহাব্যবস্থাপক (প্রশাসন) ভারপ্রাপ্ত এটিএম আলমগীর কবির, মহাব্যবস্থাপক (অর্থ) মোঃ নজরুল ইসলাম, নিতাই চন্দ্র রায় (সম্প্র),সেতাবগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হাবিবুর রহমান দুলাল, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার চৌহান, জেনারেল ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামীম আজাদ প্রমুখ। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি অত্র চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক ও জেনারেল ক্লাবের সভাপতি মোঃ শহিদ উল্লাহ। এসময় মিলের সকল কর্মকর্তা/ কর্মচারী ও শ্রমিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Spread the love