
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : হারমোনিয়াম বা গিটার নয়, শুধু মাত্র গাছের পাতা দিয়ে যে কোন গানকে সুরে তুলে ধরেন দর্শক মন জয় করেছেন সেতাবগঞ্জের খ্যাতিমান শিল্পী গোলাম রব্বানী। গাছের পাতায় মুখ দিয়ে সুর করে গান করার এই ব্যতিক্রম সংগিত বিদ্যায় পারদর্শিতা দেখিয়ে ইতমধ্যে শিল্পী রব্বানীর জনপ্রিয়তা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। রব্বানী এখন একটাই লক্ষ্য তার এই প্রতিভাকে কিভাবে দেশ ছাড়িয়ে বিশ্ব দরবারে পরিচিতি করা যায়। যা দেশের জন্য এক বিরল সন্মান বয়ে আনতে পারে।
কথা প্রসঙ্গে শিল্পী রব্বানী জানান, ১৯৯০ সালে তার বড় ভাই মো. শামীম নেশার বশত বিভিন্ন গাছের পাতা মুখে দিয়ে গানের সুর তুলতো। বড় ভাইয়ের সেই গান শুনা ও তার কাছ থেকে শিক্ষা নিয়েই সে পাতার বাঁশি বাজাতে শুরু করে। আতা ও মেহগুনি গাছের পাতা মুখে দিয়ে অনায়েসেই যে কোন গান সুরের মাধ্যমে দর্শকের শুনিয়ে বিমুগ্ধ করেন। তার এই ব্যতিক্রমি জনপ্রিয়তা দেখে ১৯৯৩ সালে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে রব্বানীর পাতার বাঁশি বাজানো হয়। সেই থেকে আর তাকে পেছনে তাকাতে হয়নি। এরপর ক্রমান্বয়ে চ্যানেল আই, এটিএন বাংলা, আর টিভি সহ বিভিন্ন চ্যানেলে জনপ্রিয়তা পায় তার পাতার বাঁশি বাজানো। এছাড়াও রব্বানী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কনসার্ট, গ্রামীণ ফোনের কনসার্ট ও রংপুর ও দিনাজপুরের বিভিন্ন কনসার্টে তাকে দিয়ে পাতার বাঁশি বাজানো হয়। তার এই জনপ্রিয়তা দেখে দেশের অনেক স্থান থেকেই তাকে পাতার বাঁশি বাজাতে আমন্ত্রণ জানায়। রব্বানী যে কোন অনুষ্ঠানে যে কোন সময়ে একাধারে ১০/১২ টি গান সম্পুন্নভাবে পাতায় সুর দিয়ে বাজাতে পারেন। যা উপস্থিত দর্শক স্রোতদের বিমোহিত করে থাকে। পাতার বাঁশির পাশাপাশি রব্বানী একজন সংগিত শিল্পী ও চিত্রশিল্পী। আধুনিক গান ও নজরুল সঙ্গীতে তার বেশ জনপ্রিয়তা রয়েছে এই অঞ্চলে। দিনাজপুর অথবা বোচাগঞ্জের যে কোন এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানে তার উপস্থিতি লক্ষ্যকরা গেছে।
শিল্পী রব্বানী ২০১২ সালে ‘সাদা মনের রাধা’ নামে একটি একক এলবাম বরে করে ব্যাপক জনপ্রিয়তা ও পরিচিতি লাভ করেছেন। তার স্বপ্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের গান, দেশের গান পাতার বাঁশির মাধ্যমে গেয়ে দেশ বিদেশের মানুষের কাছে পরিচিতি লাভ করা। ছোট বেলা থেকেই গান পাগল রব্বানীর স্বপ্ল কোন একদিন দেশের বাইরে গিয়ে সে গান করবে। শিল্পী হিসেবে খ্যাতি পেলেও এক ব্যাতিক্রমী পাতার বাঁশি তার শিল্পী জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভাধীন রামদাস পাড়া গ্রামের যুবক গোলাম রব্বানী এখন স্বপ্ন দেখছে তার এই স্বৈল্পিক কারুকাজ দেশের বাইরের মানুষদের কাছে তুলে ধরে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত লাভ করা। পাশপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের এই শিল্পীর ব্যতিক্রমী পাঁতার বাঁশির সুরে গান পরিবেশন করে বাংলাদেশের সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরাই তার একমাত্র লক্ষ্য।