বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সেতাবগঞ্জে ইএসডিওর উদ্যোগে মানবাধিকার সুরুক্ষা কমিটির সভা

দিনাজপুর প্রতিনিধি : ইএসডিও প্রেমদীপ প্রকল্পের উদ্যোগে গতকাল ২২ জুন রবিবার দুপুর ১টায় সেতাবগঞ্জ পৌরসভা মিলানয়তনে মানবাধিকার সুরক্ষা কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর এর সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর শাহ মোঃ আলমগীর, জাহাঙ্গীর আলম লিটন, সুয়েল রানা, আঞ্জুয়ারা বেগম ময়না, মোছলেমা বেওয়া, সহকারী প্রকৌশলী রইছ উদ্দীন আহম্মেদ প্রমুখ। সভায় ষান্মাসিক রিপোর্ট ও আগামী দিনের কর্ম পরিকল্পনা পাঠ করেন ইএসডিও প্রেমদীপ প্রকল্প উপজেলা ম্যানাজার বোচাগঞ্জ অরুন চন্দ্র শীল। সভায় সেতাবগঞ্জ পৌর কর্ম এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিত সম্প্রদায়ের জীবন যাত্রার মান উন্নয়ন ও অধিকার নিশ্চিত করার জন্য ভি,ডি,সির সাধারন সম্পাদক মুনির লাল বাসফোর, দলিত উন্নয়ন ফোরামের সভাপতি গেনাঋষী, ও মীনা রানী সকলের প্রতি আহবান জানান।