
দিনাজপুর প্রতিনিধি : ‘কৃষিতে অর্থায়ন, নগর গ্রাম উন্নয়ন’ এই শ্লোগানে বর্তমান সরকারের আমলে কৃষিতে সাফল্য নারী-পুরুষের অংশ গ্রহণে আগামিকাল 0৩ ডিসেম্বর বুধবার দুপুর ২টায় দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ঐতিহাসিক সেতাবগঞ্জ বড়মাঠে রাষ্ট্রীয় ও বিশেষায়িত ব্যাংক এবং বেসরকারী বিণিজ্যিক ব্যাংক সমুহ এর আয়োজনে বাংলাদেশ ব্যাংক রংপুর ও মনোহর আইসিএম কৃষক ক্লাব উত্তম, রংপুর এর সার্বিক সহযোগিতায় প্রকাশ্যে ঋণ বিতরণ ও কৃষক/কৃষানী সমাবেশ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংক রংপুর এলাকার মহাব্যবস্থাপক মোঃ খুরশীদ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঋণ প্রদান করবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যথাক্রমে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ ও আর্থিক সেবাভুক্তি বিভাগের মহাব্যবস্থাপক প্রভাষ চন্দ্র মল্লিক, বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু, দিনাজপুর কৃষি স¤প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল হান্নান, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রউফ মন্ডল, বিরল উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ্ আল খায়রুম, মনোহর আইসিএম কৃষক ক্লাব রংপুরের সভাপতি তহিদুল ইসলাম তুহিন। উক্ত অনুষ্ঠানে রংপুর বিভাগের ৩৫ টি ব্যাংক প্রায় ৪ শতাধিক কৃষক/কৃষানীর মাঝে প্রায় ১০ কোটি টাকা ঋণ প্রদান করবেন। এই অনুষ্ঠানকে ঘিরে সমগ্র বোচাগঞ্জ উপজেলা সহ সেতাবগঞ্জ পৌর শহরের মানুষদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্যকরা গেছে। আয়োজক কমিটি সকল প্রস্তুুতি সম্পন্ন করেছেন। অনুষ্ঠান শেষে জাতীয় পর্যায়ের শিল্পীদের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।