সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সেতাবগঞ্জে নব-নির্মিত সবুজ সংঘ ক্লাবের ভবন উদ্বোধন করলেন খালিদ মাহমুদ চৌধুরী এমপি

মোঃ শামসুল আলম, ষ্টাফ রিপোর্টার, বোচাগঞ্জ : আজ ২২ অক্টোবর সকালে দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভার ধনতলা গ্রামে ৫লক্ষ টাকা ব্যায়ে নব-নির্মিত সবুজ সংঘ ক্লাবের ভবন ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক খালিদ মাহমুদ চৌধুরী এমপি। এ উপলক্ষ সবুজ সংঘ ক্লাবের সভাপতি আবু তাহের মোঃ মাসুদ এর সভাপতিত্বে আলোচনা সভায় খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, ক্রীড়া, সাংকৃতিক ও সাহিত্য চর্চা ছাড়া সমাজের বিকাশ ঘটানো সম্ভব নয় তিনি ক্লাবের সদস্য ও কর্মকর্তাদের গঠন মুলক চলাফেরার মাধ্যমে মাদক মুক্ত ধনতলা গ্রাম উপহার দেয়ার জন্য ক্লাবের সকল সদস্য ও কর্মকর্তাদের প্রতি আহবান জানান। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সবুজ সংঘ ক্লাবের উপদেষ্ঠা মোঃ নুরুল আনোয়ার চৌধুরী। এসময় সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুস সবুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী, যুগ্ম সম্পাদক যথাক্রমে মোঃ আবু তাহের মামুন, মোঃ রমজান আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আজাদ, সুব্রত অধিকারী, সবুজ সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।