শিক্ষিত ও সুন্দর সমাজ গঠনের লক্ষে সামাজিক সংগঠন সেতাবগঞ্জ আইকন এর দশম বর্ষপূর্তিতে গত ৮ অক্টোবর সন্ধ্যায় আব্দুস রৌফ চৌধুরী অডিটোরিয়ামে আইকন উৎসব-২০১৪ উদযাপন করা হয়েছে। আইকন উৎসব উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা, নৃত্য, কবিতা, গান, ফ্যাশন শো, অংকন, রচনা প্রতিযোগিতা, আই জিনিয়াসদের মাঝে পুরুস্কার বিতরন ও সেতাবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রবীন শিক্ষক আ,ন,ম আব্বাস আলী স্যারকে সংবর্ধনা প্রদান করা হয়। সেতাবগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনজুর আলম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহিদুল্লাহ্, সেতাবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বনাথ রায়, সেতাবগঞ্জ আইডিয়াল একাডেমীর প্রধান শিক্ষক মোঃ সাদেকুল ইসলাম প্রমুখ। আইকনের সভাপতি সারোয়ার মুর্শেদ অন্তুু তার স্বাগত বক্তব্যে আইকনের ১০ বছরের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক মোঃ মহিউদ্দীন আহমেদ সাগর, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাতুল, সদস্য অনিক, বাপ্পী, সুজন, অপু, প্রমুখ। আইকন সদস্য রিম্পা, সোমা ও তাপসির সঞ্চালনায় মনমুগ্ধকর অনুষ্ঠানকে ঘিরে সেতাবগঞ্জের সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করতে লক্ষ্য করা গেছে। সংবর্ধনা অনুষ্ঠানের প্রবীন শিক্ষক আ,ন,ম আব্বাস আলী স্যার তাকে আইকন কর্তৃক সংবর্ধনা দেওয়ায় তিনি তাদেরকে সামাজিক কর্মকান্ডের মাধ্যমে শিক্ষার আলো জাগিয়ে তোলার আহবান জানান।