মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ সেতাবগঞ্জ জোনাল অফিসের জোনাল ম্যানাজার মোঃ ইসমাইল হোসেন ও বীমা কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের বিরুদ্ধে একজন গ্রাহককে বীমা করার নামে চরম হয়রানী করার গুরুত্বর লিখিত অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগে উলেখ করা হয় যে, সেতাবগঞ্জ পৌরসভাধীন ধনতলা (শাহপাড়া) বাসিন্দা ক্ষুদ্র মোবাইল ব্যবসায়ী মোঃ জহুরুল ইসলামের সাথে পূর্ব পরিচয়ের সুত্র ধরে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বীমা কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম প্রায়শই তাকে বীমা করার প্রস্তাব দিলে ব্যবসায়িক মন্দা ও আর্থিক অস্বচ্ছলতার কারনে বীমা করতে অনিহা প্রকাশ করার পরও ঐ বীমা কর্মকর্তা নাছোড় বান্দার মত তার পিছনে লেগে থাকে। এরই মধ্যে মোঃ জহুরুল ইসলাম ও তার ছোট ভাই মোঃ মুরাদ শাহর উপস্থিতিতে বীমা কর্মকর্তা তরিকুল ইসলাম ও জোনাল ম্যানাজার তার দোকানে এসে ভোটার আইডি কার্ড ও অন্যান্য কাগজপত্র নিয়ে বলে কাগজপত্র নিয়ে গেলাম যখন টাকা হবে তখন বীমা চালু করা হবে। কিন্তুু এর কিছু দিন পরই হঠাৎ করেই বীমা কর্মকর্তা তরিকুল ইসলাম জহুরুল কে জানায় তার দুই ভাইয়ের নামে দুটি বীমার জন্য ৭৬ হাজার ৮শত ৫০ টাকা জমা দেওয়া হয়েছে। আমাকে না জানিয়ে কেন টাকা জমা দিয়েছেন বিষয়টি জানতে চাইলে ঐ বীমা কর্মকর্তা আমাকে টাকার জন্য বার বার চাপ সৃষ্টি করছেন। এমনিক তিনি টাকার জন্য আমার বাড়ী, ব্যবসা প্রতিষ্ঠান এবং পুলিশ দিয়ে হয়রানী করছেন। বিষয়টি জোনাল ম্যানাজার ইসমাইল হোসেনকে জানানোর পরও তিনি এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেন নি। এব্যাপারে সাংবাদিকরা ফারইষ্টের সেতাবগঞ্জ জোনাল ম্যানাজারকে জিজ্ঞাসা করলে তিনি জানান, তিনি অফিসে এসে বীমা করেছেন টাকার বিষয়টি একান্তই বীমা কর্মকর্তা ও গ্রাহকের বিষয়। এদিকে ফারইষ্টের ঐ বীমা কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গ্রাহকদের সাথে বীমা করার বিষয়টি নিয়ে হয়রানী মূলক আচরন করার অভিযোগ রয়েছে। তিনি একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হওয়ার পরও নিয়মিত ক্লাশ ফাকি দিয়ে বীমার পিছনে ছুটে বেড়ান বলেও অভিযোগ উঠেছে। এব্যাপারে বীমা কর্মকর্তা তরিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নিয়মনীতি মেনেই বীমা করা হয়েছে। সব অভিযোগ সত্য নয়।