
মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর শহরের বিভিন্ন বিপনী বিতানের কাপড়, গার্মেন্টেস, জুতার দোকান, টুপি ও আতরের দোকান সহ ছোট খাট দোকান গুলিতে শেষ মুহুতে ঈদের কেনা কাটা জমে উঠেছে। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে শেষ মুহুর্তে বিশেষ করে নিম্ন আয়ের মানুষরা তাদের পরিবার পরিজনের জন্য নতুন জামা কাপড়, জুতা কিনতে ব্যস্ত। পাশাপাশি বিত্তবান মানুষরাও তাদের পরিবারের ছেলে মেয়েদের পছন্দের পোষাক কিনতে ভীর করছে শহরের বিভিন্ন বিপনী বিতানে। বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সেতাবগঞ্জ পৌর শহরের এম,আই টাওয়ার, মুশফেক প্লাজা, হাজী মশিউদ্দিন সুপার মার্কেট, হাজি সুপার মার্কেট, এম আজিজ সুপার মার্কেট, পৌর মর্ডান সুপার মার্কেট সহ বটতলা মার্কেটের দোকান গুলোতে ক্রেতাদের উপচে পড়া ভীর। বাড়ীর গৃহিনী, ছোট ছোট ছেলে মেয়ে সহ আবাল বৃদ্ধ বনিতারাও ব্যস্ত ঈদের পছন্দের কেনা কাটায়। শহরের এম,আই টাওয়ায়ের মেসার্স খাঁন ফ্যাসনের মালিক মাসুদ খাঁন জানান, এবার ঈদে বেচা কেনা ভাল। তার দোকানে বিভিন্ন দেশী বিদেশী কালেকশন থাকায় ক্রেতা সমাগম যেমন বেশী তেমনী বেচাকেনাও ভাল চলছে। আজিজ সুপার মার্কেটের নিউ হেলার ক্লথ ষ্টোরের মালিক মোঃ হেলাল হোসেন জানালেন, তার দোকানে মেয়েদের দেশী বিদেশী শাড়ী ও থ্রি-পিচের ব্যাপক চাহিদা। ঈদের বাজারে ক্রেতারা সাধ্যমত কাপড় কিনছেন। বটতলা মার্কেটে নিম্ন আয়ের মানুষের ভীর পরিলক্ষিত হয়েছে। এছাড়াও বিভিন্ন জুতার দোকান, আতর ও টুপির দোকানে ক্রেতাদের ভীর দেখা গেছে। ঈদকে সামনে রেখে সেতাবগঞ্জ চৌ-রাস্তার মোড়ে হাজী সুপার মার্কেটের দোতালায় ব্যতিক্রমধর্মী ১ থেকে ৯৯ টাকার দোকানে ক্রেতারা তাদের শখের জিনিস কিনতে সবচেয়ে বেশী ভীড় করছে।