
মোঃ শামসুল আলম, ষ্টাফ রিপোর্টার, বোচাগঞ্জ, দিনাজপুর : সোমবার সকালে সেতাবগঞ্জ খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চলতি ২০১৪-১৫ আমন চাল সংগ্রহ মৌসুমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু। এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক মোঃ আফছার আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আনোয়ার হোসেন, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিরুল হক, দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপের যুগ্ন সম্পাদক সাইফুর রহমান, উপজেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি ফয়জুল আলম চৌধুরী বাবলু, মিল মালিক মোঃ নুরুজ্জামান সোনা, মোঃ নওশাদ আলী, উপ-খাদ্য পরিদর্শক মোঃ সাখোয়াত হোসেন, মোঃ আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিরুল হক মিল মালিকদের উদ্দ্যেশ্যে বলেন, সরকার প্রথম বারের মত শ্রীলংকায় চাল রপ্তানী করতে যাচ্ছে আপনারা দেশের সুনাম রক্ষায় মান সম্পন্ন চাল সরবরাহ করে এলাকার সুনাম অক্ষুন্ন রাখবেন এটাই আমাদের প্রত্যাশা। এবিষয়ে উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু বলেন, মিল মালিকরা যাতে ক্ষতিগ্রস্থ না হয় সে জন্য উদ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন তিনি। খাদ্য গুদাম সুত্রে জানা গেছে চলতি মৌসুমে এখাদ্য গুদামে প্রতি কেজি চাল ৩২ টাকা হিসেবে সর্ব মোট ৫ হাজার ৪৬০ মেট্রিক টন চাল ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপজেলা ৩০৫ জন মিল মালিক চাল সরবরাহ করবেন মর্মে খাদ্য গুদামের সাথে চুক্তি বদ্ধ হয়েছে। আগামী ২৮ ফেব্রয়ারী ২০১৫ ইং সাল পর্যন্ত সংগ্রহ চলবে।