শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

সেতাবগঞ্জ চিনিকলকে বাঁচাতে আখ আবাদের প্রতি ঝুকছে মিলের শ্রমিক কর্মচারীরা

২৯ কোটি টাকা চিনি অবিক্রিত রেখেই আগামী ১৯ ডিসেম্বর সেতাবগঞ্জ চিনিকল আখ মাড়াই শুরু হবে

বোচাগঞ্জ থেকে সাজ্জাদ।। দিনাজপুর জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান সেতাবগঞ্জ চিনিকল কর্তৃপক্ষ ২০১৪-২০১৫ ইং আখ মাড়াইয়ের জন্য ১৯ ডিসেম্বর দিন ধায্য করেছেন। এবার চিনিকলের প্রায় ৬০ হাজার মেঃটন আখ মাড়াই করে ৭.৫ গড় রিকোভারীর ভিত্তিতে ৪ হাজার মেঃটন চিনি উৎপাদন করার লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এদিকে এই লক্ষ্যমাত্রা পুরন হলে মিল চলবে প্রায় ৫০দিন। যা গতবারের চেয়ে কম। মিল সুত্রে জানা গেছে, গত মৌসুমে চিনি বিক্রি না হওয়ায় আখ চাষীরা সময়মত পাওনা টাকা না পেয়ে আখ আবাদে উৎসাহ হারিয়ে ফেলে এরপরও বর্তমান মিলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহিদুল্লাহ্ মিলটিকে টিকিয়ে রাখতে আখ আবাদ বাড়াতে কৃষকদের দারে দারে ছুটেছেন। চিনিকলের ইক্ষু বিভাগের কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সাথে নিয়ে আখ আবাদ বাড়ানোর লক্ষ্য তিনি কৃষকের পাশাপাশি চিনিকলে কর্মরত প্রায় ১ হাজার কর্মচারীদের বাধ্যতামূলক ৫০ শতাংশ জমি আখ আবাদ করার নির্দেশ দেন। সে মোতাবেক ২০১৪-২০১৫ আখ আবাদ মৌসুমে মিল কর্তৃক প্রায় ৫ হাজার একর জমিতে আখ রোপনের যে লক্ষ্যমাত্রা নির্ধারন হয়েছে এ থেকে প্রায় ৫শত একর জমির আখ আবাদ করবে চিনিকলের শ্রমিক কর্মচারীগন বাকী আখ আবাদ হবে মিলের নিজস্ব খামার ও কৃষকের জমিতে। ইতিমধ্যে কৃষকদের পাশাপাশি শ্রমিক কর্মচারীরাও নিজ ও মিলের জমি লীজ নিয়ে আখ আবাদ শুরম্ন করে দিয়েছে। এদিকে সেতাবগঞ্জ চিনিকল গোডাউনে বিগত বছরের প্রায় ৭ হাজার ৯শত মেঃটন চিনি অবিক্রিত অবস্থায় রয়েছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ২৯ কোটি টাকার মত বলে জানিয়েছে মিল কর্তৃপক্ষ। মিল চালুর পুর্বেই গোডাউনে থাকা এসব চিনি বিক্রি একান্ত জরুরী হয়ে পড়েছে।

Spread the love