সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সেতাবগঞ্জ চিনিকলের উদ্দ্যোগে দিনাজপুরের ১২ মাইল বাজারে কান্তা সুপার মার্কেটের ভিত্তি প্রস্থর উদ্বোধন

মোঃ শামসুল আলম, ষ্টাফ রিপোর্টার, বোচাগঞ্জ ॥  সেতাবগঞ্জ সুগার মিলস্ লিঃ এর উদ্দ্যোগে গত ২২ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুরের কাহারোল উপজেলার ১২মাইল বাজারে কান্তা সুপার মার্কেটের ভিত্তি প্রস্থর উদ্বোধন উপলক্ষে কান্তা ব্রীজ সংলগ্ন স্থানে সেতাবগঞ্জ সুগার মিলস্ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহিদ উল্লার সভাপতিত্বে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি ও বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর-১আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এসময় সেতাবগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনার পুর্বে মার্কেটের ফলক উন্মোচন ও ভিত্তি প্রস্থর উদ্বোধন করেন অতিথিদ্বয়।