মঙ্গলবার ৩০ মে ২০২৩ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সেতাবগঞ্জ পৌর বিএনপির সমাবেশে বক্তারা-তারেক জিয়াকে ষড়যন্ত্র করে দাবিয়ে রাখা যাবেনা

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে মুদ্রা পাচার মামলায় উচ্চ আদালতের দেয়া সাজার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ ২৭ জুলাই বুধবার দেশব্যাপী প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করার কথা থাকলেও সেতাবগঞ্জে পুলিশি বাধায় বিক্ষোভ করতে পারেনি দলীয় নেতাকর্মীরা। তবে বিক্ষোভ করতে না পারলেও সেতাবগঞ্জ পৌর বিএনপির দলীয় কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি মোঃ নওশাদ আলীর সভাপতিত্বে  সমাবেশ করেছে নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, তারেক জিয়াকে রাজনীতি থেকে দুরে সড়িয়ে রাখতেই এ প্রহসনের রায় দেয়া হয়েছে। বক্তারা বলেন তারেক জিয়াকে ষড়যন্ত্র করে দাবিয়ে রাখা যাবেনা। ইতিহাস বলে জনগনের উপর নির্যাতন করে আজ পর্যন্ত পৃথিবীর কোন স্বৈর শাসক ক্ষমতায় টিকে থাকতে পারেনি। বর্তমান অবৈধ অনৈতিক সরকারও টিকে থাকতে পারবেনা। এজন্য খালেদা জিয়ার নেতৃত্বে আগামীতে যে কোন আন্দোলন কর্মসূচীতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবন্ধ থাকতে হবে। সমাবেশে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সেতাবগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক ভিপি মোঃ সফিকুল আলম, সেতাবগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসলাম, সাংগঠনিক সম্পাদক এমওয়ালী ফ্লাড, বিএনপি নেতা ওমর আলী, মুক্তার হোসেন, মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।