
নুর ইসলাম,স্টাফ রিপোর্টার : গতকাল ২৫ মার্চ সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের আশীর্বাদ ও প্রেরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ব্রাদার নির্মল ফ্রান্সিস গোমেজ, সিএসসি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রানে দিনাজপুর শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক মোঃ ফারাজ উদ্দিন তালুকদার৷ এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ব্রাদার সুব্রত রোজারিও, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মনোয়ার হোসেন মানিক, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক সুনীল চন্দ্র রায়, উত্পাদন, বিপণন ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক জুয়েল সরেন প্রমুখ৷ প্রধান অতিথি তার বক্তব্যে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমরা যে প্রতিষ্ঠানে শিক্ষা অর্জনের জন্য এসেছিলে সেই প্রতিষ্ঠানটি সুন্দর ডিসিপ্লিন সম্পন্ন একটি প্রতিষ্ঠান৷ আমি গর্বিত তোমাদের এই অনুষ্ঠানে এসে এই সুশৃঙ্খল প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের আশীর্বাদ প্রেরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমাকে রাখা হয়েছে৷ প্রেরণ এর অর্থ কোন জায়গায় পাঠানো বা জীবনের দোরগোড়ায় দাড়ানোর লক্ষ্যে ছেড়ে দেওয়া৷ শাসনকে তোমরা কখনও শাসন হিসেবে মনে করবে না, শাসনকে সব সময় আশীর্বাদ হিসেবে মেনে নেবা তবেই জীবনে সফল হতে পারবে৷ যাঁরা শাসনকে আশীর্বাদ হিসেবে মেনে নেয় তারাই সুপ্রতিষ্ঠিত হতে পারে৷ আমি আশাবাদী তোমাদের শিক্ষকেরা যেভাবে তোমাদেরকে শাসন করেছেন সেভাবেই তোমরা সামনের দিনগুলো অতিবাহিত করবে৷