
কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার : বিনামূল্যে অসহায় নির্যাতিত পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত হতদরিদ্র ও অস্বচ্ছল জনগোষ্ঠিকে বিনামূল্যে সরকারীভাবে আইনী সহায়তা প্রদান করার লক্ষে এইড কুমিল্লা সংস্থা, ‘‘জাস্টিস ফর অল-দিনাজপুর’’ প্রকল্পের আওতায় দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় ১০২টি ইউনিয়নে জনগণকে বিনামূল্যে আইনী সেবা প্রাপ্তির লক্ষে ব্যাপক প্রচারনা শুরু করেছে।
এইড-কুমিল্লা, জাস্টিস ফর অল-দিনাজপুর প্রকল্পের আওতায় দিনাজপুর জেলায় কর্মরত প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ দেলওয়ার হোসেন জানান, এ অঞ্চলে পিছিয়ে গড়া সুবিধাবঞ্চিত জনগোষ্ঠিকে বিনামূল্যে সরকারি আইনী সহায়তা থেকে বঞ্চিত রয়েছে। কারণ তারা জানেনা কোথায় গেলে এবং কিভাবে তারা আইনী সহায়তা ভোগ করবে। আইনী সহায়তা প্রদানের ক্ষেত্রে সরকারী সহায়তা প্রদানের লক্ষে আমরা দিনাজপুর জেলার ১৩ উপজেলায় ১০২টি ইউনিয়নে ইতিমধ্যে রিক্সার পিছনে রিক্সা পেট, বিল বোড,র্ ওয়াল লেখনী, পোষ্টার, ডিজিটাল সাইবোর্ড, ফেস্টুন, লিফলেট, ইনফরমেশন কার্ড, সহ বিভিন্ন ধরনের প্রচার অভিযান চালিয়ে জনগণকে সচেতন করার কাজ বাস্তবায়ীত হচ্ছে। এছাড়া প্রতিটি ইউনিয়ন পরিষদের তথ্য কেন্দ্র ও ডিজিটাল সেন্টারের মাধ্যমে বিষয়টি জানানো হচ্ছে।