
আব্দুর রাজ্জাক দিনাজপুর জেলা প্রতিনিধি : জাতীয় বিদ্যুত সপ্তাহ উপলক্ষে সেল মিটার’র উদ্যোগে দিনাজপুর র্যালী অনুষ্ঠিত হয়েছে।
৭ ডিসেম্বর রবিবার সকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সুইহারিস্থ বিদ্যুত ভবনে গিয়ে শেষ হয়। সিবিএ নেতা মো. তরিকুল ইসলামের নেতৃত্বে র্যালীতে উপস্থিত ছিলেন সেল মিটার’র রংপুর বিভাগীয় মার্কেটিং অফিসার মো. সারোয়ার হোসেন, দিনাজপুর পরিবেশক সুইহারিস্থ এরশাদ ইলেকট্রিক ওয়ার্কস’র স্বত্ত্বাধিকারী মো. এরশাদ আলী, সিনিয়র এক্সিকিউটিভ চৌধুরী মো. শেরশাহ্, নীলফামারী পরিবেশক হুমায়ুন কবীর প্রমুখ। র্যালী শেষে সেল মিটারের কর্মকর্তা-পরিবেশকগণ বিদ্যুত বোর্ডের আলোচনা সভায় অংশ নেন।