বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সৈয়দপুরের খাতামধুপুর ইউনিয়নে দুর্ধষ ডাকাতি

মোঃ জাকির হোসন, সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নে হামুরহাটে ছয় দোকান ও এক বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। রোববার গভীর রাতে একদল ডাকাত ওই হাটে বেপরোয়া ডাকাতি করে।

পুলিশ ও প্রত্যদর্শীরা জানায়, ধারালো অস্ত্রে সজ্জিত একদল দুর্বৃত্ত রাত ২টার দিকে হামুরহাটে আসে। তারা ওই বাজারের আব্দুর রহিমের কাপড়ের দোকান ঢুকে দেড় লাখ টাকার মালামাল লুট করে। এরপর লালবাবু বিশ্বাস ও কাঞ্চন বিশ্বাসের দোকান থেকে ৫০ হাজার, রওশন আলীর মোবাইল দোকান থেকে ৫০ হাজার টাকার মালামাল, মিঠুন ডেকোরেটরের কম্পিউটার ও কনক হোটেল থেকে নগদ আড়াই হাজার টাকা লুট করে।

এছাড়াও পাশের নূর ইসলামের বাসায় হামলা করে তাঁর পরিবারের লোকজনকে একঘরে আটকে রেখে নগদ পাঁচ হাজার টাকা ও চারটি মুঠোফোন নিয়ে যায়।

স্থানীয় অধিবাসীরা জানায়, ডাকাতদল ওই এলাকায় পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। ডাকাতদের হামলায় আহত হন হোটেল শ্রমিক আটাও(১৬), চন্দন(১৭), আমদার(১৮), পর্বত(১৬), মাজেদুর(২০) ও মিঠুন (১৭)। খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশে ঘটনাস্থলে ছুটে যায়। তবে এর আগেই ডাকাতদল পালিয়ে যেতে সম হয়।

গতকাল সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হাসান ও সৈয়দপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।