
মো. জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর গ্রামে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ১০ দিনের কর্মসূচির অংশ হিসেবে গত মঙ্গলবার সাইকেল ক্যাম্পেইনিং এর উদ্বোধন করা হয়।
লক্ষণপুরস্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রধান অতিথি আ. আজিজ উদ্বোধন করেন। উদ্বোধনকালে অনুষ্ঠিত আলোচনা সভায় নুরুল ইসলাম (প্রোগ্রাম ফ্যামিলি টিটর) এর সভাপতিত্বে বক্তব্য বলেন, পল্লী শ্রী প্রকল্পের গ্রুপ লিডার মমতাজ বেগম, লতিফা বেগম, ফিল্ড ট্রেইনার ইমতিয়াজ জাহান, বাঙ্গালীপুর ইউপি সদস্য শাহনাজ বেগম, বাংলাদেশ নারী নির্যাতন প্রতিরোধ কল্যাণ সোসাইটি রংপুর বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. জাকির হোসেন প্রমুখ।
এর আগে অর্ধ শতাধিক বিদ্যালয়ের ছাত্রীরা লক্ষণপুর স্কুল হতে চৌমুহনী বাজার পর্যন্ত সাইকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ, কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করে।
প্রধান অতিথি আব্দুল আজিজ তার বক্তব্যে বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা করতে হলে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। পাশাপাশি নারীকে সুশিক্ষায় সুশিক্ষিত হয়ে আয় বৃদ্ধিমূলক কর্মকান্ডে সম্পৃক্ত করতে হবে।