শুক্রবার ৯ জুন ২০২৩ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সৈয়দপুরে আত্মহত্যার চেষ্টাকালে যুবক আটক

মোঃ জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতাঃ নীলফামারীর সৈয়দপুরে আত্মহত্যার চেষ্টাকালে সোহাগ আলী (২৫) নামে এক যুবককে রবিবার সকালে (১০ জুলাই) আটক করেছে সৈয়দপুর থানা পুলিশ। আটক সোহাগ নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাজিরহাটের আতাউর রহমানের পুত্র।

পুলিশ জানায়, সৈয়দপুর শহরের কয়া গোলাহাট ডাঙ্গাপাড়ায় সোহাগের শ্বশুড় বাড়ি। নিজের প্রেমঘটিত কারণে স্ত্রী ও শ্বশুড় বাড়ির লোকজনের সাথে দ্বন্দ্ব হয়। আর এ কারনে সে আত্মহত্যার চেষ্টা চালায়। এলাকার লোকজন বিষয়টি আঁচ করতে পেয়ে সোহাগকে আটক করে থানায় খবর দেয়।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম সোহাগকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন।