শনিবার ১০ জুন ২০২৩ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সৈয়দপুরে ইভটিজিং করায় যুবকের কারাদন্ড

মো. জাকির হোসেন, রংপুর ব্যুরো চীফ : নীলফামারীর সৈয়দপুরে মঙ্গলবার সকালে (২০ অক্টোবর) সকালে এক স্কুলছাত্রীকে ইভটিজিং করায় শাহিন বাদশা ডলার (২১) নামে এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার আবু ছালেহ মো. মুসা জঙ্গী এ রায় দেন।

দন্ডপ্রাপ্ত ওই যুবক পূর্ব পরিচয়ের সূত্র ধরে শহরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক ছাত্রীকে স্কুল যাওয়া-আসা পথে ইভটিজিং করে আসত। এ ব্যাপারে থানায় জানানো হলে পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে। দন্ডপ্রাপ্ত যুবক উপজেলার কামারপুকুর ইউনিয়নের ব্রহ্মোত্তর চেয়ারম্যানপাড়ার হানিফ উদ্দিনের ছেলে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।